Surya Kumar : টেস্ট দলের দরজা খুলে গেল সূর্যকুমারের সামনে
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগেই একের পর এক চোটে জর্জরিত ভারতীয় শিবির। একপ্রকার বাধ্য হয়েই পরিবর্ত ক্রিকেটার ইংল্যান্ডে উড়িয়ে নিয়ে যেতে হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডকে। ক্রিকোটারদের চোট আঘাতের জন্য টেস্ট দলের দরজা খুলে গেল সূর্যকুমার যাদবের সামনে। তাঁর সঙ্গে যাচ্ছেন পৃথ্বী শও। পাঠানো হতে পারে জয়ন্ত যাদবকেও।আরও পড়ুনঃ টোকিও অলিম্পিকে প্রথম পদক ভারতেরনিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সময় পিঠে চোট পেয়েছিলেন শুভমান গিল। সেই চোটের কারণে তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে যান। তখন টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে বোর্ডের কাছে অনুরোধ করা হয়েছিল পৃথ্বী শ অথবা দেবদত্ত পাড়িক্কলকে পাঠানোর জন্য। স্ট্যান্ডবাই হিসেবে অভিমন্যু ঈশ্বরণ ইংল্যান্ডে থাকা সত্ত্বেও কেন পৃথ্বী শ কিংবা দেবদত্ত পাড়িক্কলকে ইংল্যান্ডে পাঠানো হবে, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। আসলে ইংল্যান্ডের মতো দলের বিরুদ্ধে অভিমন্যুর ওপর ভরসা করতে পারছে না টিম ম্যানেজমেন্ট। তাই পৃথ্বী ও পাড়িক্কলের কথা বলেছিল।আরও পড়ুনঃ ইংল্যান্ড সিরিজ কোহলিদের কাছে বড় পরীক্ষা, বলছেন ইয়ান চ্যাপেলবাছাই কাউন্টি একাদশের বিরুদ্ধে ম্যাচে আবেশ খান ও ওয়াশিংটন সুন্দরের চোট পরিস্থিতি বদলে দিয়েছে। এই দুই ক্রিকেটারই ছিটকে গেছেন টেস্ট সিরিজ থেকে। তাই আবার নতুন করে ভাবতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। বোর্ডের কাছে পরিবর্ত চেয়ে পাঠানো হয়েছে। তাছাড়া সহঅধিনায়ক অজিঙ্কা রাহানের হ্যামস্ট্রিংয়ে চোট নিয়েও চিন্তিত টিম ম্যানেজমেন্ট। যদি প্রথম টেস্টে রাহানে মাঠে নামতে না পারেন, সেক্ষেত্রে লোকেশ রাহুলকে খেলানো হবে। বিকল্প হিসেবে সূর্যকে রাখা হবে। টিম ম্যানেজমেন্টের সুপারিশ অনুসারে পৃথ্বী ও সূর্যকুমারকে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওয়াশিংটনের বিকল্প হিসেবে জয়ন্ত যাদবকেও পাঠানোর কথা ভাবছে বোর্ড।আরও পড়ুনঃ চুক্তিপত্রে সই না করায় প্রতিবাদের ঝড় ইস্টবেঙ্গল তাঁবুতে, কর্তাদের পদত্যাগ দাবিসূর্যকুমার যাদব ও পৃথ্বী শ এই মুহূর্তে শ্রীলঙ্কায় সিরিজ খেলতে ব্যস্ত। তাঁরা দুজনেই সরাসরি ইংল্যান্ডে দলের সঙ্গে যোগ দেবেন। সূর্য ও পৃথ্বী জৈব সুরক্ষা বলয়ে থাকায় ইংল্যান্ডের কোয়ারেন্টিন নিয়মে কোনও সমস্যা হবে না। তবে সিরিজের মাঝপথেই দুজনকে পাঠানো হবে, না সিরিজ শেষে পাঠানো হবে, তা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। দুএকদিনের মধ্যেই বিষয়টি চূড়ান্ত হয়ে যাবে।